নিজস্ব প্রতিবেদন: করোনা নিয়ে চরম সতর্ক বেলুড় মঠ। সংক্রমণ এড়াতে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহে বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রতিদিন বহু সংখ্যক রামকৃষ্ণ-বিবেকানন্দ অনুরাগী প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করতে যান। সেই সাক্ষাত্‍ আপাতত বন্ধ। সপ্তাহে দুদিন দীক্ষাদান পর্ব চলে বেলুড়ে। সংক্রমণ এড়াতে সেই দীক্ষাদানও আপাতত বন্ধ থাকছে। বাইরে থেকে আসা লোকের মাধ্যমে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায় তার জন্য বন্ধ গেস্ট হাউস। বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে, এমন সব সিদ্ধান্তের কারণে তাঁরা ব্যথিত। কিন্তু আবেগের চেয়ে স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এমন সিদ্ধান্ত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনা বিপর্যয়ে চরম সঙ্কটে ভারত, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩, মৃত ২


পাশাপাশি, কাল থেকে বন্ধ নরনারায়ণ সেবা। ফলে বেলুড় মঠে গেলেও, অন্ন প্রসাদ পাবেন না ভক্তরা। গঙ্গার তীরে সুবিশাল হলঘরে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী অন্ন প্রসাদ গ্রহণ করেন বেলুড়ে। সারদা সদাব্রত নামে ওই সেবা কর্মসূচিকে সর্বাধিক প্রাধান্য দেয় মঠ কর্তৃপক্ষ। অত্যন্ত দক্ষ ম্যানেজমেন্টের সঙ্গে প্রতিদিন হাজার হাজার মানুষকে খাওয়ানো হয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সারদা সদাব্রত থেকে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে নরনারায়ণ সেবা।