শাহ-র হেলিপ্যাডে কোনও বিভ্রান্তি নেই, সব অনুমতি দিয়েছে রাজ্য: মমতা
বিজেপি ভুল তথ্য দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: সব অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। অমিত শাহের সভা ঘিরে কোনও বিভ্রান্তি নেই। পাহাড়ে যাওয়ার আগে বিমানবন্দরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর দাবি, “তথ্য বিকৃতি করে বিজেপি মিথ্যা প্রচার করছে। অমিত শাহর হেলিকপ্টার নামা নিয়ে কোনও জটিলতা তৈরি হয়নি। নিরাপত্তার কারণে হয়তো অন্যত্র হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। অমিত শাহর সব কটি সভার সব দিক খতিয়ে দেখে অনুমতি দেওয়া হচ্ছে। নিরাপত্তা সুনিশ্চিত করতেই হেলিপ্যাড নিয়ে কিছু সমস্যা হচ্ছে। ”
আরও পড়ুন: শাহ-র হেলিপ্যাডে ‘না’ বেসরকারি হোটেলের, এবার বিএসএফ-এর দ্বারস্থ পদ্ম শিবির
বিজেপি ভুল তথ্য দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, মালদহে অমিত শাহর হেলিপ্যাড নিয়ে জটিলতা তৈরি হয়। প্রথমে বিমানবন্দরে শাহ-র হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি জেলাপ্রশাসন। তাদের যুক্তি, মালদা বিমানবন্দরে সংস্কারের কাজ চলছে। সেক্ষেত্রে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়। মালদা জেলা বিজেপিকে মালদার অতিরিক্ত জেলাশাসক চিঠি দিয়ে জানিয়েছেন, বর্তমানে মালদা জেলার বিমানবন্দরটি 'আন সেভ ফর প্যাসেঞ্জার'।
আরও পড়ুন: মুখ ফসকে বেরিয়ে গেল বেফাঁস কথা! ব্রিগেডে মমতাকে অস্বস্তিতে ফেললেন একমাত্র এই হেভিওয়েট নেতা
এরপর বিকল্প হিসাবে মালদহের একটি বেসরকারি হোটেলে হেলিপ্যাডের ব্যবস্থা করে পদ্ম শিবির। মালদা থানার নারায়ণপুরে বেসরকারি এই হেলিপ্যাড তৈরি হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেক্ষেত্রেও সেই হোটেল কর্তৃপক্ষ শাহ-র হেলিপ্যাডে ‘না’ বলে দেয়। বিজেপি অভিযোগ করে, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি পারেন, অমিত শাহ কেন পারবেন না?” প্রথম বিকল্প কাজে না লাগায় এবার বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করছে পদ্ম শিবির।
কিন্তু বিজেপির সমস্ত দাবি নসাত্ করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর যুক্তি, “ সব অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। অমিত শাহের সভা ঘিরে কোনও বিভ্রান্তি নেই।”