নিজস্ব প্রতিবেদন : চুরি করতে এসে পেটপুরে ডিনার সারল চোর। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ পাড়া এলাকার বাসিন্দা সৌমেন রায়। গোশালা মোড় এলাকায় একটি মুদিখানা দোকান চালান। রাতে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। আজ সকালে দোকান খুলতেই চক্ষু চড়কগাছ। দেখেন, দোকানে টিন কাটা অবস্থায় পড়ে রয়েছে। দোকানের সব জিনিস লন্ডভন্ড। উধাও দোকানে জমানো সব খুচরো টাকা। খুচরোয় প্রায় ১৫ হাজার টাকা ছিল। সবটাই গায়েব। একইসঙ্গে গায়েব দোকানের অন্যান্য সামগ্রীও।


এরপরই তিনি লক্ষ্য করেন, দোকানের টেবিলের উপর খোলা পড়ে টিফিনবাক্স। মঙ্গলবার বাড়ি থেকে ফুলকপির তরকারির সঙ্গে রুটি টিফিন নিয়ে এসেছিলেন। টিফিন কৌটোয় সেই তরকারি দোকানেই রাখা ছিল। চোর চুরি করতে এসে পাউরুটি দিয়ে মস্তি করে সেই তরকারি সহযোগে রাতের আহার সেরেছে।


আরও পড়ুন, 'রাঁচির পাগলা গারদে থাকা উচিত দিলীপ ঘোষের, বেরলেন কীভাবে', কটাক্ষ জ্যোতিপ্রিয়র


আরও পড়ুন, রাতের অন্ধকারে পাচারকারীর হাত থেকে অস্ত্র নিচ্ছেন বিজেপি মণ্ডল সভাপতি! জোর চাঞ্চল্য


দোকান থেকে সবমিলিয়ে ৫০ হাজার টাকা জিনিস খোয়া গিয়েছে বলে দাবি করেছেন সৌমেন রায়। এই ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এর আগেও ওই এলাকায় চুরির চেষ্টা হয়েছে। চুরিও হয়েছে বেশ কয়েকবার। জাতীয় সড়ক লাগোয়া এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসীরা।