নিজস্ব প্রতিবেদন: স্নো লেপার্ডের ছানাদের বয়স ৩ মাস পূর্ণ হতে চলেছে দার্জিলিং চিড়িয়াখানায়। খুশির হাওয়া এই প্রতিষ্ঠানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাসতিনেক আগে Snow Leopard  Mother Zima তিনটি শাবকের জন্ম দিয়েছিল এই Padmaja Naidu Himalayan Zooloigical Park (PNHZP) তথা Darjeeling Zoo-তে। তখনই এ নিয়ে এক প্রস্ত খুশির হাওয়া বয়ে গিয়েছিল পাহাড়ি অঞ্চলের এই চিড়িয়াখানায়। Zima-র ৩ শাবকের মধ্যে ২টি পুরুষ শাবক, ১টি স্ত্রী শাবক ছিল। 


আরও পড়ুন: মাল ব্লকের শিরুবাড়ি এলাকায় ধস, বন্ধ রাস্তা


চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, আগামি ১২ জুলাই সোমবার ওই শাবকগুলির বয়স ৩ মাস পূর্ণ হবে। এবং এর জেরে এই প্রথমবার চিড়িয়াখানাটিতে Snow Leopard শাবকের সংখ্যা দাঁড়াচ্ছে ৪-- তিনটি Zima-র, একটি Morning নামক অন্য এক Snow Leopard-য়ের।


প্রসঙ্গত, Darjeeling Zoo হল ভারতে Snow Leopard ব্রিডিংয়ের Co-ordinator। তা ছাড়া, ২০১৩ সাল থেকেই ভারত Global Snow Leopard and Ecosystem Protection (GSLEP) Programme-এর অন্যতম অংশীদারও।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: করোনা-আবহেই একটু একটু করে তৈরি হয়ে উঠল আদিবাসী জীবননির্ভর 'নিষাদ'