জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাসে এই প্রথম। বিশ্ববিদ্যালেয়র প্রত্যক্ষ সংযোগে-সংরাগে বহমান-ঘটমান এক ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন হল রাজ্যের প্রশাসনিক প্রধানের হাতে। আজ, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পৌষ মেলার উদ্বোধন করে ইতিহাস তৈরি করলেন। রাজনৈতিক মহল বলছে, তা মমতার মুকুটে নিঃসন্দেহে এক পালক এবং তাঁর এই অর্জন আগামী লোকসভা ভোটের আগে তৃণমূলকে নিঃসন্দেহে রাজনৈতিক ভাবে বেশ কিছুটা সুবিধাজনক অবস্থানেই রাখল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Poush Mela 2023: তিন বছর পরে অবশেষে শান্তিনিকেতনে সূচনা মহর্ষির পৌষমেলার...


আজ 'মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে' গানে বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হল ১২৫তম পৌষমেলা। রবিবার ভোর হতেই শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে এল সানাইয়ের সুর। পরে ছাতিমতলায় হল উপাসনা। সকাল সাড়ে সাতটা নাগাদ উপাসনায় অংশ নিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য। 


ইতিহাস বলছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জ্যেষ্ঠপুত্র দ্বিজেন্দ্রনাথ ও কনিষ্ঠপুত্র রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে ১৮৯৪ সালের ডিসেম্বর মাসে, বাংলা ৭ পৌষ তারিখে উপাসনা গৃহের উদ্বোধন করেন। সেই উপলক্ষে সেখানে বসত একদিনের এক মেলা। সেই মেলাই কালক্রমে ঐতিহ্যবাহী পৌষমেলা হয়ে দাঁড়ায়। ১৮৯৪ থেকে ১৯২১--পৌষমেলা হত একদিনের। ১৯২১ সালে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর থেকে এবং ১৯৬১ সাল রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ পর্যন্ত মেলা হত দু'দিনের। কলেবরবৃদ্ধি হওয়ার সেই সময় থেকে মেলা পূর্বপল্লির মাঠে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ১৯৬১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল মেলা ছিল তিন দিনের। পরে ভাঙা মেলা থাকত আরও বেশ কয়েক দিন ধরে। ২০১৬ সালে পরিবেশ আদালতের নির্দেশ মেনে তিনদিনের মেলা শেষ হতেই মাঠ খালি করে দিত বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ বার সেই মেলায় চারদিনের ছাড়পত্র মিলেছে।


তবে এবছর পৌষ মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল সময়সীমা কম থাকায় তারা পৌষ মেলা আয়োজন করতে পারবে না। আয়োজনে না থাকলেও পৌষ উৎসবে সামিল হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ, রবিবার ভার্চুয়ালি পৌষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন: Lokkho Konthe Gita Path: ময়দানে শুরু হল লক্ষ কণ্ঠে গীতা পাঠ...


বিশ্বভারতীর পৌষ উৎসবে সাধারণ মানুষ গত তিন বছর ধরে শামিল হতে পারেনি। তবে সংশ্লিষ্ট মহসের দাবি, এ বছর বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্যের পদ থেকে সরে যাওয়ার পরে বিশ্বভারতীর আবহাওয়ার বদল ঘটেছে। আজ বিশ্বভারতীর সকালের ছাতিম তলায় এই উপাসনায় অংশগ্রহণ করতে পেরেছেন শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। পৌষমেলা ফিরল পৌষ মেলাতেই। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)