বেআইনি ঘাট দিয়ে পারাপারের কারণেই রূপনারায়ণে নৌকাডুবি: শুভেন্দু অধিকারী
তাড়াতাড়ি পারাপার করতে গিয়ে ঝুঁকির পারাপার করছেন কিছু মানুষ।
নিজস্ব প্রতিবেদন: বেআইনি ভাবে পারাপার করতে গিয়েই রূপনারায়ণে বিপত্তি ঘটেছে বল জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে রূপনারায়ণে নৌকা ডুবির ঘটনায় তিনি জানান, সরকারীভাবে এই ঘাটগুলিতে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাড়াতাড়ি পারাপার করতে গিয়ে ঝুঁকির পারাপার করছেন কিছু মানুষ।
তিনি আরও বলেন, রাজ্যে মোট ৭১০টি বৈধ ঘাট রয়েছে। এই দুটি ঘাট তার মধ্যে নেই। লক্ষ্মন পাল নামে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফাইআর দায়ের করা হয়েছে। তাঁর মদতেই এই বেআইনি পারাপার চলত বলে অভিযোগ পরিবহণ মন্ত্রী। পুলিসকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পুলিস সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে উলুবেড়িয়া স্থানান্তরিত করা হয়েছে তাঁদের। আরও ৩-৪ জন নিখোঁজ। উদ্ধার হয়েছে ভাঙা নৌকার অংশও। তবে এখনও নৌকার মাঝিদের সন্ধান মেলেনি।
আরও পড়ুন: সাতসকালে বিপর্যয়, রূপনারায়ণে নৌকাডুবিতে নিখোঁজ বহু
সোমবার সকালে রূপনারায়ণ নদীতে ঢেউ-এর তোড়ে উল্টে যায় ৫০ জন যাত্রী বোঝাই নৌকা। অভিযোগ অতিরিক্ত যাত্রী নিয়ে বেআইনিভাবে নদী পারাপারেই এই বিপত্তি। জানা গিয়েছে প্রয়োজনীয় লাইভ জ্যাকেটও ছিল না ওই নৌকায়।