দোকানের সামনে বোমাবাজি, পরে ৫ লক্ষ টাকা চেয়ে ব্যবসায়ীর মোবাইলে ফোন! আতঙ্ক বর্ধমানে
সোমবার রাতে কৃষ্ণপুর মোড় এলাকায় ইলেকট্রনিক গুডসের ব্যবসায়ী সজল লায়েক এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: দোকানে লক্ষ্য করে প্রথমে বোমাবাজি। তারপর মোবাইলে ফোন করে পাঁচ লক্ষ টাকা দাবি মালিকের কাছ থেকে। ঘটনায় আতঙ্ক বর্ধমানের জিটি রোডের কৃষ্ণপুর মোড় এলাকায়।
সোমবার রাতে কৃষ্ণপুর মোড় এলাকায় ইলেকট্রনিক গুডসের ব্যবসায়ী সজল লায়েক এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তাঁর বয়ান অনুযায়ী, রাতে দোকান বন্ধ করার সময়ে আচমকাই বোমা ফাটার শব্দ শুনতে পান তিনি। দোকানের বাইরে বেরিয়ে এসে দেখেন, সাইনবোর্ডের ওপর বোমার দাগ। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে।
মিড-ডে মিল কাণ্ডে সাসপেন্ড চুঁচুড়া বালিকা বানীমন্দির স্কুলের দুই শিক্ষিকা
কোনও হিন্দিভাষী লোক তাঁকে ফোন করে পাঁচ লক্ষ টাকা চান বলে অভিযোগ। টাকার জন্য তাঁকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপর বর্ধমান থানায় বিষয়টি জানান সজল লায়েক। ডিএসপি শৌভিক পাত্রের নেতৃত্বে পুলিস বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। সেক্ষেত্রে তাঁরা যথেষ্টই আতঙ্কিত। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।