ইটভাটায় খেলতে যাওয়াই কাল হল, গর্তের জমা জলে ডুবে মৃত্যু একই পরিবারের ৩ শিশুর
পাড়ারই ২ শিশু দৌড়ে এসে খবর দেয়, ইটভাটার পাশের গর্তের জমা জলে ভাসছে কারও দেহ
নিজস্ব প্রতিবেদন: খেলতে গিয়ে বিপত্তি। ইটভাটার পাশের গর্তের জমা জলে ডুবে মৃত্যু হল ৩ শিশুর। মুর্শিদাবাদের রানিতলা থানার নন্দনপুর এলাকার ঘটনা।
পুলিস সূত্রে খবর, মৃত ৩ শিশু একই পরিবারের। নাম সাদিকুল সেখ(৮), আশা খাতুন(৮) ও রশিদ সেখ(৬)। পরিবারের দাবি, ওই ইটভাটার(Brickfield) কাছে রোজই পাড়ার শিশুরা খেলতে যেত। আজই এমন ঘটনা ঘটে গেল।
আরও পড়ুন-ধর্মতলায় বাসের জন্য লাইনে বাড়ি ফিরতে মরিয়া যাত্রীরা, চলছে টিকিটের কালোবাজারি
মৃত শিশুদের পরিবারের বক্তব্য, আজ বিকেলে ওই তিনি শিশু খেলতে যায় ইটভাটার কাছে। ঘণ্টাখানেক পর পাড়ারই ২ শিশু দৌড়ে এসে খবর দেয়, ইটভাটার পাশের গর্তের জমা জলে ভাসছে কারও দেহ। ওই খবর শুনে আমরা সবাই ওই গর্তের কাছে ছুটে যাই। গিয়ে দেখি তিনটে দেহ। সবকটি আমাদের বাড়ির।
আরও পড়ুন-কারা পাবেন Covid Vaccine? হকার, রিকশা চালক থেকে যৌনকর্মী- তালিকা দিল রাজ্য
শিশুদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় নসিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।