অরূপ বসাক: জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। দীপবলির দিন প্রাণ গেল এক গর্ভবর্তী মহিলা-সহ ৩ জনের। আহত ২ জন। বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে মালবাজার ও চালসার মাঝে সাতখাইয়া এলাকার ১৭ নম্বর জাতীয় সড়কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কালীপুজোয় মহালক্ষ্মীর আরাধনা কালীঘাটে! মায়ের পুজোয় আছে নানা রীতি...


বৃহস্পতিবার একটি অল্টো গাড়িতে চেপে বানারাহাটের লক্ষীপাড়া চাবাগানের এক গর্ভবতী মহিলাকে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হচ্ছিল। সঙ্গে ছিল বাড়ির লোকজন। চালসা পার করে সাতখাইয়া এলাকায় অল্টো গাড়িটি আসতেই মালবাজারের দিক থেকে আসা একটি পেপার বোঝাই বোলেরো গাড়ি মুখোমুখি ধাক্কা মারে অল্টো গাড়িটিকে। ধাক্কায় গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায় ও সড়ক থেকে ধারে ছিটকে পড়ে।


প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনাস্থলেই গর্ভবতী মহিলা সরস্বতী ওঁরাও ও তার বোন নিতা ওঁরাওয়ের মৃত্যু হয়। অল্টো গাড়ির চালক আমন ওঁড়াওকে  মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মৃতদের বাড়ি বানারহাটের লক্ষীপাড়া চা বাগান এলাকায়। প্রেম ওরাওঁ ও সিতা ওড়াও নামে দুজন বর্তমানে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।


খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় মালবাজার ও মেটেলি থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করেছে মেটেলি থানা। পাশাপাশি গাড়িদুটি আটক করেছে মালবাজার থানার পুলিস। এই দুর্ঘটনায় দীপাবলির দিন শোকের ছায়া লক্ষীপাড়া চা বাগান এলাকায়।  


পেপারের গাড়ির চালক পলাতক বলে জানা যাচ্ছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার  জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিস সূত্রে জানা যায়।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)