নিজস্ব প্রতিবেদন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টি নামল। বর্ধামান, হুগলি ও হাওড়ায় তুমুল ঝড় শুরু হয়েছে, সঙ্গে বৃষ্টি। এই মরশুমে এটি তৃতীয় কালবৈশাখী। প্রথমে ৮৪ কিমি বেগে এবং তারপর প্রায় ১০০ কিমি বেগে ঝড় বয়েছে শহর কলকাতায়। কোনও কোনও এলাকায় ঝড়ের তান্ডবে রীতিমত থমকে গেছে জনজীবন। অফিস ফেরতা জনতা একরকম নাজেহাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৃষ্টিস্নাত সল্টলেক। নিজস্ব ছবি।


হাওড়া থেকে শহরতলির অভিমুখে আসা বেশ কিছু লোকাল ট্রেনগুলি দাঁড়িয়ে পড়েছে। তবে, এই ঝড়-বৃষ্টিতেও গরমের অস্বস্তি কমবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বরং স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে বলেই পূর্বাভাস। মঙ্গলবার এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ (+২)। আরও পড়ুন- দাপট বাড়বে গরমের! জানাল হাওয়া অফিস