নিজস্ব প্রতিবেদন: বীরভূমে আবারও বাঘের আতঙ্ক। গরুঝোড়ার পর এবার আড্ডা গ্রাম। এর আগেও একাধিক গ্রামে  খাঁচা পাতায় হয়। ফের ফাঁদ পাতা হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য বনাধিকারিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাগদিপাড়া,বাগানপাড়া,গরুঝোড়ার পর এবার আড্ডা গ্রাম। ফের বীরভূমে বাঘ আতঙ্ক। আবারও বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামবাসীদের।  কয়েকজন গ্রামবাসীর দাবি, গ্রামে ফের বাঘ দেখা গিয়েছে। যদিও বেশিরভাগই বলছেন, সবটাই শোনা। এর আগে গোরুঝোড়া গ্রামে বেশ কয়েকটি গরু ও ছাগলের গায়ে আঁচড়ের দাগ মিলেছিল। কিন্তু আড্ডা গ্রামে তেমন কিছু মেলেনি।


বীরভূমের সিউড়ির ঘটনায় বাঘের সম্ভাবনা কম। তবে গ্রামবাসীরা যখন দেখেছে তখন বুনো বিড়াল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আবার খাঁচা পাতবো। গ্রামে সত্যি কি বাঘ রয়েছে? বাঘ আছে কি নেই, তারচেয়েও বড় কথা বাঘের আতঙ্ক কিন্তু জাঁকিয়ে বসেছে গ্রামবাসীদের মনে।


আরও পড়ুন: বাঘ-আতঙ্কে থরহরি কম্প বীরভূমের সিউড়ি!


কিছুদিন আগেই বাঘের আতঙ্কে থরহরি কম্প হাল হয় সিউড়ির গরুঝড়া গ্রাম। গ্রামেরই কবরস্থানে বাঘের দেখা মিলেছে বলে দাবি করেন গ্রামবাসীরা।  সিউড়ি থানার পুলিস ও বনদফতরের কর্মীরা একসঙ্গে তল্লাশি চালিয়েও বাঘের হদিশ পাননি।  বাঘের আতঙ্ক এবার আড্ডার গ্রামের বাসিন্দাদের তাড়া করে বেরাচ্ছে।