নিজস্ব প্রতিবেদন: বন্ধ হয়ে গেল টিটাগড় ডেডিকো জুটমিল। কাজ হারালেন দু হাজার দুশো শ্রমিক। রাতে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা এসে দেখেন গেটে কারখানা বন্ধের নোটিস ঝুলছে। বছরের শুরুতে কাজ হারিয়ে অথৈ জলে পড়ে গেলেন কর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নৃশংস! এনআরএস-এ মা সহ কুকুর ছানাদের পিটিয়ে খুন, দেখুন এক্সক্লুসিভ ফুটেজ


অন্যান্য দিনের মতো সোমবার সকালেও কাজে যোগ দিতে যান জুটমিল শ্রমিকরা। কিন্তু মিলের বাইরে গেটে তালা ঝোলানো দেখেন তাঁরা। আগে থেকে কোনও নোটিশও দেওয়া হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।  মালিকপক্ষের তরফে কোনও আলোচনা, কোনও আগাম ইঙ্গিত না দিয়ে মিল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা।  শ্রমিকদের দাবি, ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটের জন্য তাঁরা কাজে যাননি।   আগে থেকে নোটিস না দিয়ে মিল বন্ধের জন্য এই কারণকে এখন অজুহাত করা হচ্ছে । 


আরও পড়ুন: এক যুবকের মাথা কেটে ফুটবল খেলেছিল নিহত রামুয়া, সোদপুর শুটআউটকাণ্ডে ভয়ঙ্কর তথ্য


শ্রমিকদের দাবি, মালিকপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা করে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। বছরের শুরুতেই এভাবে কাজ হারিয়ে অথৈ জলে কয়েকশো শ্রমিক।