নিজস্ব প্রতিবেদন : বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমাবাজি। আরও অভিযোগ, বিজেপি এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়। হামলার ঘটনায় অভিযোগের তির তৃণমুল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত জগদীশপুর এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বৃহস্পতিবার লোকসভা ভোটের ফল বেরতেই রাতের বেলায় বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, বিজেপির  পতাকা ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়। শ্রীকান্ত নস্কর  নামে এক বিজেপি এজেন্টকে ধারালো অস্ত্রের কোপ মারারও অভিযোগ উঠেছে।


আরও পড়ুন, ভোটের ফলাফল বেরতেই তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধ ঘাটালে


যদিও হামলার ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্য। তাঁর বক্তব্য বিজেপিতে আশ্রয় নেওয়া সিপিআইএমের দুষ্কৃতকারীরাই এই কাজ করেছে। হামলার ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।