লাঠি, রড নিয়ে বামেদের মিছিলে হামলার অভিযোগ, ধুন্ধুমার দুর্গাপুর
পুলিসের সামনেই হামলা চালানো হয় বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন : বামেদের বিক্ষোভ-ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে। ডিপিএল ভবনের সামনে লাঠি, রড নিয়ে বামেদের মিছিলে হামলার অভিযোগ। বামেদের দাবি, পুলিসের সামনেই হামলা চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
বিদ্যুত গ্রাহকদের সিকিউরিটি ডিপোজিট বাড়ানো হয়েছে। প্রতিবাদে বিক্ষোভ ডেপুটেশেন কর্মসূচির ডাক দেয় বামেরা। ১৩টি গণসংগঠনের সদস্যরা মিছিল করে যান ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে। তারপরেই ধুন্ধুমার।
বামেদের অভিযোগ, ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসার পরই তাদের ওপর লাঠি, রড নিয়ে ঝাঁপিয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। বাম বিধায়ক সন্তোষ দেবরায়ের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিসের সামনেই তাদের ওপর হামলা হয়।
আরও পড়ুন, পঞ্চায়েত নির্বাচন জিততে 'শ্মশান পর্যন্ত লড়াই'-এর ডাক দিলীপের
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমল নেতৃত্ব। এদিকে এই ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।