নিজস্ব প্রতিবেদন : ধর্ষণের ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ। তফসিলি জাতি উপজাতি কমিশনের লোকজন আসাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ক্যানিংয়ে। চলল ভাঙচুর, অবরোধ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছর চারেক আগে এলাকারই এক মহিলা নির্যাতনের শিকার হন। সে ঘটনায় দুষ্কৃতীরা জামিনও পেয়ে যায়। এরপরই ওই মহিলা দিল্লিতে তফসিলি জাতি উপজাতি কমিশনে অভিযোগ দায়ের করেন। গতকাল বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে আসেন তাঁরা। অভিযোগ, প্রতিনিধি দল চলে যেতেই বিজেপি ও আরএসএস নেতার বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের লোকজন। খবর পৌছতেই ক্যানিং বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি। অভিযোগ এরপরই ক্যানিং স্টেশনের কাছে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়।


ক্যানিং স্টেশনে সে সময় হুড়োহুড়িতে আহত হন দুই মহিলা। ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিস বাহিনী। পুলিস লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে হটিয়ে দেয়। দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিস।


আরও পড়ুন, কালীপুজোতেও বৃষ্টি, আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কায় উদ্যোক্তারা