নিজস্ব প্রতিবেদন:   কাঁথিতে অমিত শাহর সভার পরই তৃণমূলের হামলা। জ্বালিয়ে দেওয়া হল একের পর এক বাইক। পাল্টা হামলা করল বিজেপি। রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি, বাইকে আগুন ধরিয়ে দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি তৃণমূলের দলীয় কার্যালয়ও পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মে মাসেই মমতা সরকার খাল্লাস, কাঁথির মঞ্চে হুঁশিয়ারি প্রত্যয়ী অমিত শাহর


মঙ্গলবার অমিত শাহর সভা ঘিরে এমনিতেই উত্তপ্ত ছিল পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক আবহ। মঞ্চ থেকে অমিত শাহ নামার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তায়  একের পর এক বাইক জ্বালিয়ে দেয়। পাল্টা হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা কাঁথিতে প্রথমে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে সামনে দাঁড়ানো ১০-১২টা বাইক ভেঙে দেন, ভাঙা হয় বেশ কয়েকটি গাড়িও।


এরপরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বসে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছছে পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ দিব্যন্দু অধিকারী বলেছেন, "বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।" যদিও তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা হামলার অভিযোগ তোলে বিজেপি। তাঁদের অভিযোগ, সভাস্থলের অদূরেই বিজেপির বাসে ভাঙচুর চালায় তৃণমূল কর্মী সমর্থকরা।