নিজস্ব প্রতিবেদন: ফের উত্তপ্ত মাথাভাঙা। দফায় দফায় সংঘর্ষ। ভাংচুর চলল মাথাভাঙার বিজেপির দলীয় কার্যালয়ে। অন্যদিকে, তৃণূল ছাত্রপরিষদের জেলা সভাপতি নরেন্দ্র দত্তের উপর হামলার ঘটনায় সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে ২ জন বিজেপি কর্মীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সোমবার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন্দ্র দত্তের উপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে তৃণমূল। মাথাভাঙা থানায় রাতেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ২ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিস। এদিন ধৃত বিজেপি কর্মীদের আদালতে নিয়ে যাওয়ার পথে উত্তেজনা ছড়ায়।


আরও পড়ুন, তৃণমূল থেকে ভাঙিয়ে কেন দলে? সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিজেপি কর্মীরা


দু দলের সমর্থকরা আদালত চত্বরে ভিড় জমায়। অশান্তির আশঙ্কায় আদালত চত্বরে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও গন্ডগোল এড়ানো যায়নি। অভিযোগ, মাথাভাঙা শনিমন্দিরের কাছে অবস্থিত বিজেপি কার্যালয়ে চড়াও হয় তৃণমূলের কর্মী, সমর্থকরা। সেখানে ভাঙচুর করা হয়। দু দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়।