নিজস্ব প্রতিবেদন:  মেয়েকে কুপ্রস্তাব ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ঘটনাকে ঘিরে বোমাবাজি। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটা ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচারা পারুইপাড়া এলাকা। ঘটনায় আহত ছ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, শুক্রবার রাতে এলাকার এক বিজেপি সমর্থকের মেয়েকে কু-প্রস্তাব দেয় স্থানীয় এক যুবক। ওই যুবক তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। এর প্রতিবাদ করাতেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। লাঠি, দাঁ নিয়ে শুরু হয় সংঘর্ষ।

আরও পড়ুন: সমস্যার কথা জানিয়ে ডাকতে আসে প্রতিবেশী, বাড়ি থেকে বেরোতেই পিছন থেকে কাউন্সিলরকে কোপ!


দুই পক্ষের ৬ জন আহত হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছ বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুরজিৎকুমার বিশ্বাস দাবি করেন, "ফুলসারা গ্রাম পঞ্চায়েতের বকচরা পাড়ুই পাড়াতে তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে।  বোমাবাজির অভিযোগ মিথ্যা।"
যদিও এই বিষয়ে দুই পক্ষের তরফ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।