নিজস্ব প্রতিবেদন : বিজেপির বাইক মিছিলে হামলা এবং মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বরদা চৌকান এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিজেপির অভিযোগ, গতকাল বরদা চৌকান এলাকায় তাদের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস কর্মীরাই এমনটা করেছে বলে দাবি বিজেপির। তারই প্রতিবাদে আজকে বিকালে বিজেপি বাইক মিছিল বের করে। সেই বাইক মিছিলের উপর তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালান বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।


আরও পড়ুন, ঝকঝকে গাড়ির ভিতর তল্লাশি চালাতেই কলকাতায় উদ্ধার ৪ কোটির ১০ কেজি সোনা  


খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিস। দু পক্ষকেই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, বিজেপি কর্মীরাই বড় বড় বড় লাঠি নিয়ে এসে এলাকায় একটা উত্তেজনা তৈরি  করার চেষ্টা করেছিল। সামান্য বচসা হয়েছিল মাত্র। কোনও মারধরের  ঘটনা ঘটেনি।