সন্দেশখালিতে জনসভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা, জখম ৬
গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়ি।
নিজস্ব প্রতিবেদন : ফের তৃণমূল বিজেপি রাজনৈতিক সংঘর্ষ। হাড়োয়া থেকে সন্দেশখালির ন্যাজাটে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি কর্মী, সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মিনাখাঁ থানার সামনে বিজেপির কর্মী, সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, ভাঙচুর করা হয় গাড়ি। হামলার জেরে ৬ জন আহত হয়েছে।
সন্দেশখালির ন্যাজাটের ভাঙ্গিপাড়ায় রাজনৈতিক সংঘর্ষের জেরে নিহত হন ২ বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করে তাদের কর্মীকে। সেই খুনের প্রতিবাদে আজ ন্যাজাটের রাইস মিলের মাঠে জনসভার ডাক দেয় বিজেপি। জনসভায় যোগ দিতে হাড়োয়া থেকে মিনিডোর গাড়িতে করে ন্যাজাট যাচ্ছিলেন বিজেপি কর্মীরা।
আরও পড়ুন, 'শার্দুল নয়, শিয়ালের পায়ের ছাপ', ধড়ে প্রাণ ফিরল চন্দ্রকোণাবাসীর
অভিযোগ, সেইসময় মিনাখাঁ থানার সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের গাড়ির উপর চড়াও হয়। তাঁদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়ি। এই ঘটনায় তাঁদের ৬ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি বিজেপির। আহতদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।