নিজস্ব প্রতিবেদন: শনিবার বিক্ষিপ্ত অশান্তির মধ্য়ে দিয়েই শেষ হয়েছে প্রথম দফার ভোট। এরপরেই পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে মারধর হাতাহাতিতে চার জন আহত হন। স্বরূপনগরে বালতি নিত্যানন্দ কাঠি অঞ্চলের বয়ার ঘাটার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা থানা ঘেরাও করেন। শনিবার সন্ধ্যায় বিজেপির পথসভা উপলক্ষ্যে কর্মীরা দলীয় পতাকা লাগানোর সমায় তৃণমূল কর্মীসামর্থকরা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: West Bengal Election 2021: প্রচারের পথে বাম Salim-কে দেখে কুশল-সৌজন্য রাম Yash-র


অভিযোগ  তৃণমূল কর্মীদের মারে বিজেপির তিন জন আহত হয় এদের মধ্যে বাসুদেব সরদার নামে এক বিজেপির কান ফেটে যাওয়ায় তাকে স্থানীয় সাড়াপুল হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার  প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবি স্বরূপনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সামর্থকরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক  উত্তেজনার সৃষ্টি হয়।