নিজস্ব প্রতিবেদন: রাজ্য জুড়ে লড়াই চলছে সেয়ানে সেয়ানে। বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয়। রোজই বাড়ছে তৃণমূল ও বিজেপির দ্বৈরথ। এই অবস্থায় ক্ষমতার দখল নিতে হাত ধরল দুই দল। উত্তর দিনাজপুরের রাধিকাপুরে জোট করে বোর্ড গড়ল বিজেপি ও তৃণমূল কংগ্রেস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন বোর্ড গঠন ঘিরে কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে ছিল টান টান উত্তেজনা। মোতায়েন ছিল বিশাল পুলিসবাহিনী। এর মধ্যেই সরকারি আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় বোর্ড গঠনের প্রক্রিয়া। দেখা যায়, ১৮ আসনের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে ৮টি আসন জিতেছে বিজেপি। সমান সংখ্যক আসনে জয় পেয়েছে তৃণমূলও। ফলে একে অপরের সাহায্য না-নিয়ে কোনও ভাবেই বোর্ড গঠন সম্ভব নয়। 


পঞ্চায়েত নিয়ে তৃণমূলকে বেগ দিতে ফের আদালতের দ্বারস্থ বিজেপি


এর পরই জোট গঠনের সিদ্ধান্ত নেন বিজেপি ও তৃণমূলের সদস্যরা। ঠিক হয়, টস করে ঠিক হবে কে পাবে প্রধানের আসন। সেই মতো টসে জিতে প্রধান হন বিজেপির বিক্রম দেবশর্মা। উপ-প্রধান হন তৃণমূলের কৃষ্ণা বর্মন।  


জোট গড়ে বোর্ড গঠনের পর দুদলের নেতারাই উন্নয়নের দোহাই দিচ্ছেন। বলছেন, বোর্ড না গঠন হলে গ্রামের উন্নয়ন থমকে যেত। বিভিন্ন ক্ষেত্রে হয়রানির মুখে পড়তে হত গ্রামবাসীদের। তাই এই সিদ্ধান্ত।