নিজস্ব প্রতিবেদন: মাঝেরহাটের পর এবার শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া সেতু ভেঙে পড়ার জন্য বামেদেরই দায়ী করল তৃণমূল। রাজ্যের এক মন্ত্রীর দাবি, শিলিগুড়ি মহকুমা পরিষদ বামেদের দখলে তাই আমাদের কিছু করার নেই। অন্য মন্ত্রীর দাবি, বাম জমানায় তৈরি হয়েছে ওই সেতু। তাই কাগজপত্তর পাওয়া যায়নি। সিপিএমের পালটা দাবি, সেতুটি যে দুর্বল তা আগেই জানানো হয়েছিল। কান দেয়নি রাজ্য সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সকালে ভেঙে পড়ে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার একটি সেতু। একটি মালবাহী ছোট গাড়ি পার করার সময় সেতুটি ভেঙে পড়ে। এর পরই শুরু হয় দায় এড়ানোর খেলা। পর্যটন মন্ত্রী গৌতম দেবের দাবি, 'শিলিগুড়ি মহকুমা পরিষদ বামেদের দখলে। ফাঁসিদেওয়ার সেতুটি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত। তাই রাজ্য সরকারের এখানে কিছু করার নেই। শিলিগুড়ি মহকুমা পরিষদের গাফিলতিতে ভেঙে পড়়েছে সেতু।'


পিছিয়ে নেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও। তিনি বলেন, 'সেতুটি বাম জমানায় তৈরি। ওর কাগজপত্র কিছু পাওয়া যায়নি। কাগজ তৈরি হচ্ছে।' 


সোমবার ১২ ঘণ্টার বনধে পথে নামবে সিপিএম, তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়লেন সূর্য


তৃণমূলের অভিযোগ উড়িয়ে পালটা অভিযোগ করেছেন সিপিএম নেতা জীবেশ সরকার। তিনি বলেন, 'ওই সেতুটির হাল যে ভাল নয় তা প্রশাসনকে আগেই জানানো হয়েছিল। এমনকী সেতুটিতে ভারী যান চলাচলও বন্ধ ছিল। কিন্তু মহকুমা পরিষদ বাম পরিচালিত হওয়ায় সেতু মেরামতির টাকা পাঠায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।'


গত মঙ্গলবার ভেঙে পড়ে কলকাতার মাঝেরহাট সেতু। এর পর থেকে শুরু হয় দায় এড়ানোর খেলা। বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবটাই সিপিএম আমলে। সরকারের ওপর দোষ দিয়ে লাভ নেই।