Mamata Banerjee: মমতা-অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল ব্লক নেতার! ভাইরাল অডিও ক্লিপ
Mamata Banerjee: `মমতা বন্দ্যোপাধ্যায় এমনও বলেছেন, খাবে খাও ভাগ করে খাও ! অল্প খাও। অত খাই খাই কেন? কম করে খাও। এরকম বলা কি ঠিক হয়েছে? দলের সংবিধান-ই নেই! কী লড়াই করবে?`
চম্পক দত্ত: তৃণমূল নেতার অডিও ক্লিপ ভাইরাল। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন গড়বেতা ৩ নম্বর ব্লকের সহ সভাপতি জ্ঞানঞ্জন মণ্ডল। ২ দিন আগেই একটি অডিও টেপ ভাইরাল হয়েছে। যেখানে তাকে ফোনে কথা বলতে শোনা যাচ্ছে দলেরই এক বহিষ্কৃত নেতা বিনয় প্রসাদের সঙ্গে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।
যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আদর্শে নিজে চলেন? অভিষেক নিজে চলেন যেগুলো বলছেন সেই অনুযায়ী? তোমাকে-আমাকে সিবিআই ডাকছে? কিন্তু ওদের কে ডাকছে! কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এমনও বলেছেন, খাবে খাও ভাগ করে খাও ! অল্প খাও। অত খাই খাই কেন? কম করে খাও। এরকম বলা কি ঠিক হয়েছে? দলের সংবিধান-ই নেই! কী লড়াই করবে?' এর পাশাপাশি দলের ব্লক স্তরের নেতাদের দুর্নীতির কথাও তাঁকে বলতে শোনা যায়। যদিও এই বিষয়ে, জ্ঞানঞ্জন মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'দলবিরোধী কোনও কাজ করিনি। কোনও কথাও বলিনি। কোন কথার পরিপ্রেক্ষিতে কী কথা হয়েছিল, তা দল তদন্ত করে দেখবে।'
আরও পড়ুন, Swapan Dasgupta: কৈলাস রং নম্বর, ৩ নেতা দৌড়চ্ছেন ৩ ট্র্যাকে! স্বীকারোক্তি স্বপন দাশগুপ্তের
প্রসঙ্গত, বিনয় প্রসাদ আগে সিপিআইএম-এ ছিলেন। ২০১৮ সালে তৃণমূলে যোগ দেন। ২০২১ সালে দলবিরোধী কাজের জন্য তৃণমূল তাঁকে বহিষ্কার করে। যদিও বিনয় প্রসাদের দাবি, 'পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই ব্যানার্জি সরকারি চেয়ারে বসেই আমাকে বহিষ্কার করার কথা ঘোষণা করেন। আমি দলের কোর কমিটির সদস্য হয়েছিলাম। দেখলাম যে দুর্নীতির পাহাড়। আমি তার প্রতিবাদ করেছিলাম। তারা দেখল যে বিনয় প্রসাদ থাকলে লুটেপুটে খেতে পারবে না। তাই তাঁরা বহিষ্কার করেছে।' গোটা ঘটনায় ব্লক সভাপতি চিন্ময় সাহা বলেন, 'যদি আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কেউ খারাপ কথা বলে থাকেন তা আমরা তদন্ত করে দেখব। দলগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে।'