নিজস্ব প্রতিবেদন : কাটমানি বিক্ষোভে ঘেরাও হলেন গ্রামের তৃণমূল বুথ সভাপতি। অবস্থা সামলাতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের পারুই গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রামবাসীদের অভিযোগ ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা দুর্নীতি সর্বত্র। তৃণমূল অবশ্য দাবি করেছে, গোটাটাই বিজেপির চক্রান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভিযোগের শেষ নেই। ১০০ দিনের কাজের জব কার্ড কেড়ে রাখা। মেশিন দিয়ে পুকুর কাটিয়ে শ্রমিকদের নামে টাকা তুলে আত্মসাত্‍। আবাস যোজনা, শৌচাগার নির্মাণের জন্য ঘুষ নেওয়া। এমন নানা অভিযোগ তুলে পারুই পঞ্চায়েতের দিঘা গ্রামের তৃণমূল বুথ সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন, ১ কোটি ৪০ লাখের প্রকল্পে ১ কোটি কাটমানি! এবার গ্রেফতার এক সরকারি কর্মী


যদিও, বুথ সভাপতির অভিযোগ সবই হচ্ছে বিজেপির চক্রান্ত। বুথ সভাপতি ঘেরাও, খবর পেয়ে গ্রামে পৌঁছন পঞ্চায়েত প্রধান। গ্রামবাসীদের বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় পুলিস। পুলিসের আশ্বাসে ঘেরাও তুলে নেয় গ্রামবাসীরা।