১ কোটি ৪০ লাখের প্রকল্পে ১ কোটি কাটমানি! এবার গ্রেফতার এক সরকারি কর্মী
১ কোটি ৪০ লাখের প্রকল্পে ১ কোটি টাকা কাটমানি খাওয়া হয়েছে বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন : মালদায় নির্মল বাংলা মিশন প্রকল্পে কাটমানি কাণ্ডে এবার গ্রেফতার হলেন সরকারি কর্মী। ধৃত প্রমোদকুমার সরকার মানিকচক ব্লকে কর্মরত। বছর খানেক আগে রতুয়া ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন প্রমোদকুমার সরকার। অভিযোগ, তত্কালীন প্রধানের সঙ্গে যোগসাজস করে নির্মল বাংলা মিশনের টাকা নয়ছয় করেছেন তিনি।
এরপরই রাজ্যজুড়ে হুলস্থূল পড়ে যায়। ক্ষুব্ধ যে মুখগুলি ব্যক্তিগত আলোচনায় নিজেদের ক্ষোভের কথা বলছিলেন, তাঁদেরই কেউ কেউ এখন প্রকাশ্যে অভিযোগ জানাচ্ছেন। এমনই অভিযোগেই গ্রেফতার হয়েছেন মালদার রতুয়ার তৃণমূল নেতা সুকেশ যাদব। নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় তৈরির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রী নির্দেশের পরই ১ কোটি টাকা কাটমানি নেওয়ায় গ্রেফতার তৃণমূল নেতা
১ কোটি ৪০ লাখের প্রকল্পে ১ কোটি টাকা কাটমানি খাওয়া হয়েছে বলে অভিযোগ। শুরু হয়েছে তদন্ত। তদন্তে উঠে এসেছে সরকারি কর্মীর নাম। নির্মল বাংলা মিশনে টাকা লোপাটের অভিযোগে এবার গ্রেফতার হলেন সরকারি কর্মী প্রমোদকুমার সরকার। স্থানীয় বিজেপি নেতাদের দাবি তদন্ত হলে আরও অনেকেই ধরা পড়বে। অন্যদিকে, তৃণমূল নেতারা বলছেন, দুর্নীতিগ্রস্ত কেউই ছাড় পাবে না।