নিজস্ব প্রতিনিধি: গত ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বিজেপিতে যোগদানের পরও অস্বস্তি কাটছে শাসকদলের। তার পর থেকে জেলার বেশ কয়েকজন তৃণমূল(TMC) নেতাও পা বাড়িয়েছেন গেরুয়া শিবিরের দিকে। এনিয়ে এবার পদক্ষেপ নিতে শুরু করল তৃণমূল কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Farmers' Protest: মিলল না সমাধানসূত্র, পরবর্তী বৈঠক ৮ জানুয়ারি 


সোমবার জেলার শীর্ষ নেতাদের এক বৈঠকে জড়ো করে শাসকদল। এতে যোগ দেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের ২৫ ব্লক, পঞ্চায়েত সমিতি, পৌরসভা ও জেলা পরিষদের প্রতিনিধিরা।


কেন এমন জরুরি বৈঠক? জেলা পরিষদের সহ-সভাধিপতি জানান, একুশের বিধানসভা নির্বাচনের আগে জেলা নেতৃত্ব দেখে নিতে চাইছে, কারা তৃণমূলে থাকবেন। আর কারা থাকবেন না।


আরও পড়ুন- নিজের নামে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড করালেন মুখ্যমন্ত্রী


জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অর্ধেন্দু মাইতি জানান, আজকের বৈঠকে দলের ৯০ শতাংশ জনপ্রতিনিধি উপস্থিতি ছিলেন। যাঁরা আসতে পারেননি তাঁরা আগেই জেলা নেতৃত্বকে তা জানিয়ে দেন।


এদিকে, এদিনের বৈঠকে সবচেয়ে বড় বিষয় হল জেলা তৃণমূল সভাপতির অনুপস্থিতিতে বৈঠকে হাজির ছিলেন শুভেন্দু অনুমগামী মধুরিমা মণ্ডল ও আনন্দময় অধিকারী।