ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই। এই তীব্র গরমের মধ্যেই চলছে লোকসভা নির্বাচন। তীব্র এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই নির্বাচনী প্রক্রিয়ায় প্রার্থী হিসেবে রয়েছেন বেশ কয়েকজন ডাক্তার। নির্বাচনে ব্যস্ত বলে কিন্তু নিজেদের পেশার কথা ভুলে যাননি তাঁরা। গরমে কাহিল মানুষের কথা ভেবে নিজের নির্বাচনী প্রচার বন্ধ রেখে সোমবার দিনভর বিনামূল্যের স্বাস্থ্যশিবিরে কাটালেন তৃণমূল প্রার্থী।


আরও পড়ুন: Mamata Banerjee: গ্রীষ্মের তীব্র দহনজ্বালা! 'নির্বাচন যেন চলছে তো চলছেই', কমিশনকে তোপ মমতার...


সোমবার সারাদিন মানুষের সেবায় সময় কাটালেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার। গরমের নানারকম শারীরিক সমস্যা থেকে শুরু করে স্বাস্থ্য শিবিরে আসা রোগীদের অন্যান্য বহু জটিল সমস্যার কথা শোনেন তিনি। শুধু তাই নয় সেই সমস্যা সমাধানের পরামর্শও দিয়েছেন তিনি এমনটাই জানা গিয়েছে। এর পাশাপাশি উদ্যোক্তাদের তরফে বিনামূল্যে বেশ কিছু ওষুধও সরবরাহ করা হয় বলে জানা গিয়েছে।


ভোটের আগে বাকি আর মাত্র কয়েকটা দিন। এর অল্প সময়ের মধ্যেও ভোটের প্রচার থেকে সরে এসে মানুষের সেবায় সময়ে ব্যয় করার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সুশীল সমাজ।


আরও পড়ুন: Jalpaiguri: তীব্র দাবদাহে নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে ফসল! শিয়রে খরা‌-পরিস্থিতি?


বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়াদের তরফে পূর্বস্থলীর নিমদহ এলাকার স্থানীয়দের জন্য এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়। সেখানেই উদ্যোক্তাদের তরফে বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে ডাক্তার হিসাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সেই আমন্ত্রনে সাড়া দিয়ে স্বাস্থ্য শিবিরে পৌঁছে যান শর্মিলা।


শর্মিলা জানান, ‘ডাক্তার হিসাবে আমার প্রাথমিক কাজ অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো কারণ আমি আগে ডাক্তার পরে প্রার্থী। তাই মানুষের সেবায় আগে যোগ দিয়েছি’।


এই শিবিরে শর্মিলা ছাড়াও আরও ছয় জন ডাক্তার ছিলেন। মানুষের সাধারণ রোগজ্বালার সমস্যার পাশপাশি বেশ কয়েকজন রোগীর মানসিক সমস্যার কথাও শোনেন প্রার্থী। এই শিবিরে তাঁদের কাউন্সেলিং-ও করেন তিনি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)