Dhupguri By Election: ধূপগুড়িতে উপনির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের
বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়। ২৫ জুলাই এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন তিনি।
প্রদ্যুৎ দাস: সেপ্টেম্বরে ভোট। ধূপগুড়ি উপনির্বাচনের প্রার্থী নাম ঘোষণা করে দিল তৃণমূল। কে পেলেন টিকিট? নির্মলচন্দ্র রায়। পেশায় তিনি অধ্য়াপক।
আরও পড়ুন: Khejuri: শুভেন্দুর গড়েই ধাক্কা, ২ জয়ী সদস্য শিবির ছাড়ায় খেজুরি পঞ্চায়েত সমিতি হাতছাড়া বিজেপির
একুশের বিধানসভা নির্বাচন ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। হারিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে। শুধু তাই নয়, ধূপগুড়িতে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল রাজ্যের বিরোধী দলও।
কেন উপনির্বাচন? বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন ধূপগুড়ির বিধায়ক। এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয় বিষ্ণুপদকে। ২৫ জুলাই প্রয়াত হন তিনি। সেই শূন্য আসনেই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কবে? ৫ সেপ্টেম্বর। ভোট গণনা ৮ সেপ্টেম্বর।
স্থানীয় সূত্রের খবর, ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক নির্মলচন্দ্র রায়। রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি। এলাকায় ভাবমূর্তিও অত্যন্ত স্বচ্ছ। বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত সেই নির্মলচন্দ্র উপনির্বাচনে প্রার্থী হওয়ায় খুশি অনেকেই।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১৭ অগস্ট, আর প্রত্যাহারের ২১ অগস্ট। মাঝে ১৮ অগস্ট হবে স্ক্রুটিনি। একইদিন উপনির্বাচন ঝাড়খণ্ডের ডুমরি, কেরলের পুথুপল্লি, ত্রিপুরার বক্সানগর ও ধানপুর, উত্তর প্রদেশের ঘোসি ও উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রেও।
আরও পড়ুন: Acid Attack: পাঁচিল টপকে বাড়িতে ঢুকতেই অ্যাসিড-হামলা মহিলার! আক্রান্ত ৩ ব্যক্তি....