Shatrughan Sinha: `বহিরাগত ইস্যু শেষ হয়ে গিয়েছে, ওটা ছিল বিরোধীদের টাইম পাস`
উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড মার্জিনে জয়।
নিজস্ব প্রতিবেদন: 'বহিরাগত ইস্যু শেষ হয়ে গিয়েছে। ওটা বিরোধীদের টাইম পাস ছিল, নজর ঘোরানোর কৌশল ছিল'। উপনির্বাচনে (Asansol Bypoll) রেকর্ড মার্জিনে জেতার পর বললেন আসানসোলের নবনির্বাচিত সাংসদ শক্রঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তাঁর পাল্টা প্রশ্ন, 'যদি আমাকে বহিরাগত বলা হয়, তাহলে প্রধানমন্ত্রীকে কী বলবেন? গুজরাট ছেড়ে বারাণসীতে লড়েছেন'।
দলের ২ বারের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এখন তৃণমূলে (TMC)। আসানসোল লোকসভাকেন্দ্রটিও এবার হাতছাড়া হল বিজেপি-র (BJP)। এই কেন্দ্রে উপনির্বাচনে যখন শক্রঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থীকে ঘাসফুল শিবির, তখন বহিরাগত ইস্যুতে সুর চড়িয়েছিল গেরুয়াশিবির। নির্বাচনী লড়াইয়ে কিন্তু বাজিমাত করলেন 'বিহারীবাবু'ই। রেকর্ড মার্জিনে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে (BJP Candidate Agnimitra Paul)।
আরও পড়ুন: Asansol Bypoll: 'সরি Modi Sir', লড়াইয়ের শপথ নিয়ে মোদীকে লিখলেন অগ্নিমিত্রা
এদিন জি ২৪ ঘণ্টার 'আপনার রায়' অনুষ্ঠানে আসানসোলের জয়ী তৃণমূল প্রার্থী শক্রঘ্ন সিনহা বলেন, 'আসানসোল কসমোপলিটন এলাকা। এখানকার পঞ্চাশ শতাংশ মানুষই তথাকথিত বহিরাগত। হরিয়ানা,পঞ্জাব,অন্ধ্রপ্রদেশ,ঝাড়খণ্ড,বিহার, উত্তরপ্রদেশের অনেক লোক আছে এখানে। আপনি যদি তাদের ভাই, তাদের নেতাকে বহিরাগত বলছেন, তাহলে তাদের ভোট চান কেন'? সঙ্গে যোগ করেন, 'আমাকে বহিরাগত বলছে! কত বাংলা ছবি করেছি। বাংলার মানুষ ও বাংলাকে খুব পছন্দ করি। ভদ্রলোক-ভদ্রমহিলা, সন্দেশ, মুড়ি ঘণ্টা-ডাল, সব আমার প্রিয়। আসানসোলের মানুষ জবাব দিয়েছে। বাংলার ও আসানসোলের মানুষকে স্যালুট করছি'।
স্রেফ বিধানসভা নয়, সংসদেও তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব বিরোধীরা। লোকসভা কীভাবে বিষয়টি মোকাবিলা করবেন? শক্রঘ্ন সিনহার জবাব, 'মমতা বন্দ্যোপাধ্যায় আয়রন লেডি। আজকেই ভোট জিতলাম। একটু অপেক্ষা করুন। তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাই। আমি চেষ্টা করব এক এক সমস্যাগুলি সমাধান করতে। আমাকে একটু সময় দিন'।