Asansol Bypoll: 'সরি Modi Sir', লড়াইয়ের শপথ নিয়ে মোদীকে লিখলেন অগ্নিমিত্রা

বাবুল সুপ্রিয়র দল ছাড়া ও সংসদ পদ থেকে ইস্তফা করার পর আসানসোল আসনটি খালি হয়ে যায়

Updated By: Apr 16, 2022, 08:30 PM IST
Asansol Bypoll: 'সরি Modi Sir', লড়াইয়ের শপথ নিয়ে মোদীকে লিখলেন অগ্নিমিত্রা

নিজস্ব প্রতিবেদন: টানা ২ বার বাবুলের জয়ের পর এবার জোর ধাক্কা গেরুয়া শিবিরে। আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনে প্রায় ৩ লাখেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে হারলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এক সময়ে সিপিএমের কাছ থেকে আসানসোল ছিনিয়ে নিয়েছিল বিজেপি। আর এবার একেবারে উল্টো ছবি। লড়াইয়ে হেরে প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করলেন অগ্নিমিত্রা।

নরেন্দ্র মোদীকে ট্যাগ করে এক টুইটে অগ্নিমিত্রা লিখেছেন, সরি নরেন্দ্র মোদী স্যার। অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু আপনাকে এই সিটটা দিতে পারলাম না। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে খুন করা হচ্ছে। সেই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই আমি করছি। আমার এই লড়াইটা চলবে।

বাবুল সুপ্রিয়র দল ছাড়া ও সংসদ পদ থেকে ইস্তফা করার পর আসানসোল আসনটি খালি হয়ে যায়। বাবুলের জায়গায় অগ্নিমিত্রা পালকে প্রার্থী করে বিজেপি। অন্যদিকে, বিজেপি ছেড়ে আসা শত্রঘ্ন সিনহাকে আসানসোলের মতো অবাঙালি অধ্যুসিত আসনে প্রার্থী করে জোরদার চ্যালেঞ্জ ছুড়ে দেয় বিজেপিকে। কোনও কোনও মহলের একটা ধারনা ছিল, বাইরে থেকে আসা শত্রুঘ্নের কথা তুলে ধরে তৃণমূলকে চেপে ধরবে বিজেপি। কিন্তু ভেটের ফলা ফলে তার কোনও প্রতিফলন নেই। দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা জিতেছেন ৩ লাখেরও বেশি ভোটে। তবে এনিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, তৃণমূলের সন্ত্রাসের জেরে আমরা অনেককেই পাশে পাইনি। তাই এই ফল। 

আরও পড়ুন-Midnapore: সম্পত্তি দখলে ডাইনি 'অপবাদ', মহিলা-সহ গোটা পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.