Baruipur: `বিজেপির মুখে শুধুই কথার ফুলঝুড়ি`! বীতশ্রদ্ধ ৯৭ পরিবারের যোগ তৃণমূলে...
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে নব্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক জানিয়েছেন, ‘বর্তমানে রাজ্যে বিজেপির কোনও ভাবমূর্তি নেই। উন্নয়ন প্রতিহত হচ্ছে। মা মাটি মানুষের প্রতিবাদী এবং কর্মঠ মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নীতি আদর্শ সঠিক ভাবে পথ চলতে শেখায়।
প্রসেনজিত্ সর্দার: আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচন এখন ঢের দেরী। তার আগেই বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হল গোসাবা ব্লকে। প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারি পঞ্চায়েতের বাজার এলাকায় এক যোগদান মেলার অনুষ্ঠান আয়োজন করেছিলেন কুমিরমারি অঞ্চল তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার তথা দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদ উপাধ্যক্ষ অনিমেশ মণ্ডল-সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান চলাকালীন এলাকার বিজেপি কর্মী সমর্থদের ৯৭ টি পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করেন বলে দাবি করেন তিনি।
এদিন নব্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনিমেশ মণ্ডল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে নব্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক জানিয়েছেন, ‘বর্তমানে রাজ্যে বিজেপির কোনও ভাবমূর্তি নেই। উন্নয়ন প্রতিহত হচ্ছে। মা মাটি মানুষের প্রতিবাদী এবং কর্মঠ মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নীতি আদর্শ সঠিক ভাবে পথ চলতে শেখায়। যারফলে এলাকার উন্নয়নের জন্য আমরা বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।'
আরও পড়ুন:WB Weather Update: ফের ঘনাচ্ছে নিম্নচাপ! কোন দিকে ধেয়ে আসছে এই নতুন ঘূর্ণাবর্ত?
অন্যদিকে জেলাপরিষদ উপাধ্যক্ষ অনিমেশ মণ্ডল জানিয়েছেন, ‘বিজেপির কোনও অস্তিত্ব নেই। মুখে শুধুই ফুলঝুরি। সাধারণ মানুষ বিজেপির রণনীতি কৌশল বুঝতে পেরেছে। যার ফলে বীতশ্রদ্ধ হয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ৯৭ টি পরিবার। আগামী দিনে আরও বহু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।’ তবে বিজেপির তরফ থেকে জানানো হয় তাদের কোনও কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেয়নি। ২৬ এর আগে তৃণমূল কর্মীদেরকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে তৃণমূল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)