নিজস্ব প্রতিবেদন: চুপচাপ পদ্মে ছাপ যাকে বলে সেটাই করেছেন কেশপুরের বিজেপি সমর্থকরা। লোকসভা নির্বাচনের প্রচারে কেশপুরে বিজেপির কোনও দেওয়াল লিখন বা পতাকার দেখা মেলেনি। কিন্তু ফল প্রকাশ হতেই উলটপুরান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অমিতের কৌশলে বিজেপিতে এসে তৃণমূলকে ডোবালেন মুকুল রায় 


কেশপুরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে নামিয়ে নেওয়া হল পতাকা। এমনকি তৃণমূলের বহু পার্টি অফিসেরও দখল নিল বিজেপি। এমনটাই অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে।


উল্লেখ্য, কেশপুরে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে বিপুল ভোটে জয়ী হয়েছেন অভিনেতা দেব। কেশপুর থেকে তৃণমূল লিড পেয়েছে ৯৫ হাজারের বেশি ভোটে। সেই কেশপুরেই এখন দাপট দেখাচ্ছে বিজেপি। ফল প্রকাশের পর থেকেই এলাকায় বেরিয়েছে বিজেপির মিছিল। পাশাপাশি দখল করে নেওয়া হচ্ছে তৃণমূলের পার্টি অফিসও।


আরও পড়ুন-বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চাকদহে, ঘটনাস্থলেই মৃত্যু


ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ উঠছে বিরোধীদের বিরুদ্ধে। শুক্রবার হাতিয়াড়ায় একটি তৃণমূল পার্টি অফিসে হামলা করে বিরেধীরা। ভাঙচুর করা হয় পার্টি অফিস। পাশাপাশি কাঁকিনাড়া ও ভাটপাড়াতেও হামলার মুখে পড়েছে তৃণমূলের কার্যালয়। অশান্তি হয়েছে নিউটাউন ও শালিমারেও।