কেন্দ্রীয় বাহিনীকে বুকে গুলি করার নিদান, বিজেপি প্রার্থী সায়ন্তনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
শুধু তাই নয়, সায়ন্তন বসু আরও বলেন, ``বুথ দখল করতে এলে গুলি করুন।`` এরপরই তিনি বলেন, ``আধা সেনাকে বলব পায়ে নয়, বুকে গুলি করুন।``
নিজস্ব প্রতিবেদন: উস্কানিমূলক মন্তব্যের জের। বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর শাস্তির দাবি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস।
প্রচারে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠছে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে। বসিরহাটের একটি সভা থেকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, '' ভোটের দিন পুলিসকে থানায় আটকে রাখুন।'' বিজেপি প্রার্থীর এই মন্তব্যে সভায় হাততালি তো পড়ে, কিন্তু তারপরই সমালোচনার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। প্রশাসন সম্পর্কে কীভাবে এমন কথা বলতে পারেন তিনি?
সায়ন্তনের 'বেচাল' কথায় গান্ধীর পাঠ দিলেন তৃণমূল প্রার্থী নুসরত
শুধু তাই নয়, সায়ন্তন বসু আরও বলেন, ''বুথ দখল করতে এলে গুলি করুন।'' এরপরই তিনি বলেন, ''আধা সেনাকে বলব পায়ে নয়, বুকে গুলি করুন।''
এর আগে বসিরহাটে সায়ন্তনের বিতর্কিত মন্তব্যের জবাব 'গান্ধীগিরি' তে দেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান।
বসিরহাটে বিজেপির জনসভায় সায়ন্তন বসু বলেন, ''বেচাল করলে চাল ঠান্ডা করে দেব। কত ঔরঙ্গজেবকে ঠিক করেছি, একটা দুটো শাহজাহান ঠিক করতে পারব না! কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, নির্বাচনের দিন বুথ দখল করতে আসলে, কেন্দ্রীয় বাহিনীকে বলেছি, গুলি যেন বুক লক্ষ্য করে যায়, পায়ে মারা না হয়। এই লড়াই গণতন্ত্র বাঁচানোর। মার খেয়ে প্যানপ্যান করবেন না। মার খেয়ে পাল্টা মার দিয়ে ফোন করবেন। অত্যাচার করলে ছাড়বেন না। যারা মারতে আসবে তাদের মেরে মরবেন''।
তার পাল্টা নাম না করে অহিংসার পক্ষে সওয়াল করে জবাব দিলেন তৃণমূল প্রার্থী নুসরত। বললেন, ''বাংলার মানুষ হিংসায় বিশ্বাসী নন''।
কিন্তু এরপরও বিজেপির প্রার্থীর বিতর্কিত মন্তব্যে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাঁর শাস্তির দাবি তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে তারা। তবে এপ্রসঙ্গে তৃণমূলনেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''ওরা পাগল হয়ে গিয়েছে। বাজার গরম করতে এসব কথা বলছে। নিজেরাই হতাশ ওরা।''