নিজস্ব প্রতিবেদন: রেশন দোকানে চাল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তার জেরে বোমাবাজি। আহত চার তৃণমূল কর্মী। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খাসচক গ্রামে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

  ঘটনা সূত্রপাত দুলাল নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে। অভিযোগ, ,রেশনে অতিরিক্ত চাল নিয়েছে দুলালের পরিবার। কেবল সন্দেহেরবশেই বুধবার রাতে দুলালের বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন যুব তৃণমূল কর্মী।  তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। 
 দুলালকে বাঁচাতে এগিয়ে যান পরিবারের সদস্যরা।  তাঁদেরকে লাঠি, রড দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ।  দুলালের স্ত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ পরিবারের। শুরু হয় মুড়মুড়কির মতো বোমাবাজি। 


লকডাউনে বন্ধ মন্দির, নেই প্রণামী, অর্থকষ্ট মেটাতে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি পুরোহিতদের
এই ঘটনায় গুরুতর আহত হন ৪ তৃণমূলকর্মী। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় বাসন্তী গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  তদন্ত শুরু করেছে বাসন্তী থানা পুলিশ।