নিজস্ব প্রতিবেদন:  তৃণমুলের প্রাক্তন প্রধানের বাড়িতে হামলা চালাল এক দল দুষ্কৃতী। রাতভর বাড়িতে ছোড়া হল ইট। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়ার ঘোল দিঘরুই এলাকায়।  অভিযোগের তির যুব তৃণমূলের দিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নদীর ধারে বালির মধ্য়ে অর্ধনগ্ন শরীর...বিবাহিত মহিলার সঙ্গে যুবকের বেপরোয়া প্রেমের পরিণতি দেখল গ্রাম!


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরশুড়ায় বোর্ড গঠনের পর থেকেই তৃণমূলের দুপক্ষের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল।  অভিযোগকারী শেখ আক্রম পুরশুড়ার শ্যাম পুর অঞ্চলে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত  প্রধান পদে ছিলেন। শনিবার রাতে খাওয়ার পর শুতে চলে গিয়েছিলেন তিনি। অভিযোগ, আচমকাই দিঘরুই এলাকায় তাঁর বাড়িতে ইট –পাথর ছুড়তে থাকে দুষ্কৃতীরা। দীর্ঘক্ষণ ধরে চলে ইটবৃষ্টি। এরপর বাড়ির প্রধান দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করা হয় বলে অভিযোগ।


আরও পড়ুন:  মধ্যরাতে অনুব্রতর গড়ে ভয়ঙ্করকাণ্ড, সকাল থেকেই খোঁজ নেই গ্রামের পুরুষদের!


হামলায় অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। রাতে বেশ কয়েকঘণ্টা ধরে চলে এই হামলা। রবিবার সকালে পুরশুড়া থানায় অভিযোগ দায়ের করেন শেখ আক্রম। যুব তৃণমূলের সদস্যরাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ তার। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।