মিনাখাঁয় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ
বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা।
ওয়েব ডেস্ক : বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনা।
সন্ত্রাস-দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তুলে আজ মালঞ্চে মিছিল বের করে বিজেপি। মিছিল শেষে বাড়ি ফেরার সময় বিজেপি সমর্থকদের ওপর হামলা হয় বলে অভিযোগ। হামলায় সাতজন আহত হয়েছেন। দু'জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন, পালসিট টোল প্লাজায় তৃণমূলের শ্রমিক নেতাদের 'দাদাগিরি', তদন্ত শুরু করেছে পুলিস