ওয়েব ডেস্ক : ফের তৃণমূলের দাদাগিরির অভিযোগ। দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ২জন স্থানীয় আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে। দুর্গাপুর ইস্পাত কারখানার হুইল অ্যান্ড এক্সাল প্ল্যান্টে গত ৭জুন একটি কাজের বরাত পান বাবুরাম দাস নামে এক ঠিকাদার। ১২ জুন ওয়ার্ক অডার নিতে গিয়ে তিনি হুমকির মুখে পড়েন বলে অভিযোগ। অমিয় মুখোপাধ্যায় ও শেখ আজিমুদ্দিন বাবুরামকে হুমকি দেন, তাঁদের লোককে নিয়ে কাজ করতে হবে। না মানলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ১৬ জুন এমনই ১০জন আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবুরাম। এরপর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন।


আরও পড়ুন, পুলিস পরিচয় দিয়ে তোলা আদায়ের অভিযোগ গ্রেফতার আবগারি আধিকারিক