নিজস্ব প্রতিবেদন: বিজেপির রথযাত্রার আগে ঠিক আগেই কেষ্টর গড়ে শুরু হল খোল  করতাল  বিলি। বুধবার  বোলপুর ডাকবাংলো মাঠে এই কর্মসূচি রয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: চোলাইয়ে কড়া রাজ্য, এবার নজরদারির দায়িত্ব দেওয়া হল স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও


 ‘চড়াম চড়াম’ ঢাক বাজানোর কথা আগেই বলেছিলেন অনুব্রত। তবে এবার ঢাক নয়, বিজেপির হিন্দুত্বের রথকে রুখতে  সাদা-নীলের খোল করতাল-রাজনীতির খেলায় মেতেছেন কেষ্ট। কখনও হিন্দু সম্মেলন, কখনও সংখ্যালঘু সম্মেলন, আবার কখনও আদিবাসী সম্মেলন করে চমকে দিয়েছেন অনুব্রত মন্ডল।  আর এবার তাঁর নজরে নাম সংকীর্তন। বীরভূম জেলা তৃণমূলের তরফে জানা গেছে,  জেলার সর্বত্র সংকীর্তনের দলগুলিকে খোল ও করতাল বিলি করা হবে।


আরও পড়ুন: ফেসবুকে পরিচিত গৃহবধূর সঙ্গে সহবাস, ঘনিষ্ঠ ছবি ফাঁসের হুমকি, অতঃপর...


তৃণমূল সুত্রে খবর,  মঙ্গলবার প্রায় ৪ হাজার খোল  ও ৮ হাজার  করতাল বিলি করা হবে।  জেলা তৃনমূল কংগ্রেস খরচ করেছে ২ কোটি টাকা। খোলের দাম ৪ হাজার টাকা করে,  করতালে দাম ৫০০ টাকা করে।  নবদ্বীপ ও মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে বাদ্যযন্ত্র।