নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই ভোটের তৃতীয় দফা। তবে ভোটবঙ্গে উত্তেজনা রয়েছেই। দলীয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ফের সংঘর্ষ দুই দলের মধ্যে। এবার ঘটনাস্থল ভাঙ্গর। আইএসএফ-কে পতাকা লাগাতে দেওয়ার বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ভাঙ্গর বিধানসভা কেএলসি থানার বামন ঘাটা এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WB Assembly Election 2021: সিঙ্গুরে সংযুক্ত মোর্চার মহামিছিল, বিমান-প্রদীপের সঙ্গে হাঁটলেন শ্রীলেখা- রাহুলরাও


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের গ্রামে দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মী-সমর্থকরা। সেই সময়ে একদল তৃণমূল কর্মী আসেন ঘটনাস্থলে, অভিযোগকারীরা জানাচ্ছেন এরপরই তাঁদের পতাকা লাগাতে বাঁধা দেন TMCর সমর্থকরা। শুরু হয় বচসা। সেখান থেকেই পরিস্থিতি চরমে ওঠে। ISF-এর কর্মীদের একাধিক হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এ নিয়ে কেএলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আইএসএফ কর্মীরা।