নিজস্ব প্রতিবেদন : তৃণমূল করার অপরাধে স্থানীয় তৃণমূল নেতাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, মারের চোটে আক্রান্ত তৃণমূল নেতার ডান দিকের পায়ের হাড় ভেঙে গিয়েছে। তাঁকে গুরুতর জখম অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি ২ নম্বর অঞ্চলের সিয়ারা গ্রামে। আক্রান্ত তৃণমূল নেতার নাম প্রভাত সাঁতরা। তিনি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের স্বামী। অভিযোগ, ভোটের ফলাফলের পরই এদিন প্রভাতের  উপর চড়াও হয় বিজেপির লোকজন। আক্রান্ত তৃণমূল নেতার দাবি, এখন আর তৃণমূল করা যাবে না বলে হুঁশিয়ারি দেয় বিজেপির লোকজন।


আরও পড়ুন, সিতাইয়ে সন্ত্রাস ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১০ বিজেপি সমর্থক


যদিও হামলার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তারা পাল্টা দাবি করেছে, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আরান্ডির পাশাপাশি, হরিপাল গোপিনগরেও তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের দুটি বাইক ও সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।