নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারের বিবিধ প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে তুলে ধরতে 'দুয়ারে সরকার' কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই চলছে। এরইমধ্যে এবার দলের তরফেও জনসংযোগে আরও জোর দিল তৃণমূল (TMC)। দুয়ারে সরকার-এর পর এবার দুয়ারে তৃণমূল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের বিধানসভা ভোটের (Assembly Election) আগে জনসংযোগ আরও জোরদার আগামিকাল ২১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। নয়া এই জনসংযোগ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কাজ তুলে ধরবেন তৃণমূলের নেতা, কর্মীরা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন। তাঁদের সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করারও নির্দেশ দেওয়া হয়েছে।



নয়া এই জনসংযোগ কর্মসূচি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দলের সমস্ত নেতা, কর্মীদের উদ্দেশে এই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেত্রীর নির্দেশ বিস্তারিত জানিয়ে দলের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেছেন সুব্রত বক্সী।


আরও পড়ুন, 'একটাতেই,শুধু নন্দীগ্রাম থেকেই লড়তে হবে', Mamata-কে ফের নিশানা Suvendu-র


'কর্মচারী হতে চাইলে TMC-তে থাকুন, সহকর্মী হলে BJP-তে', রাজীব-প্রবীরকে Suvendu


'Mamata বললে বিধায়ক পদ ছাড়তে রাজি', Partha-কে পাল্টা চিঠি দলত্যাগী TMC নেতার