নিজস্ব প্রতিবেদন:  কাজ হয় কেবল মন্ত্রীর এলাকাতেই। চাকরি পায় মন্ত্রীর এলাকারই লোকজন। আসানসোলে প্রকাশ্য সভায় মন্ত্রী মলয় ঘটককে তোপ দাগলেন তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন। আর এরই সঙ্গে আরও একবার প্রকাশ্যে চলে এল আসানসোলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কপালে সিঁদুর, মধুচন্দ্রিমায় এসে হোটেলের রুমেই লাল শাড়িতে গলায় ফাঁস নবদম্পতির!


সভায় থিকথিক করছে মানুষ। দলের জেলা সভাপতির প্রতিটি কথা মন্ত্রমুগ্ধের মতন শুনছেন দলীয় কর্মী সমর্থকরা। বিভিন্ন ইস্যুতে সুর চড়িয়েছেন তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন। স্বভাবসিদ্ধ রাজনৈতিক ভঙ্গিমাতেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগছেন। আচমকাই ছন্দপতন। হঠাত্ তৃণমূল জেলা সভাপতির গলায় অন্য সুর। সভায় উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মীরা একে অপরের দিকে তাকিয়ে। প্রত্যেকের চোখেমুখেই বিস্ময়ের ছাপ স্পষ্ট। এ কী বলছেন শিবদাসন! মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে তখন সুর চড়িয়েছেন ভি শিবদাসন।


আরও পড়ুন: ম্যাট্রিমনিতে ৫ দিনের আলাপ, প্রবাসী হবু বরকে বিশ্বাস করে মর্মান্তিক পরিণতি তরুণীর‌!


 নাম না করে মন্ত্রীর কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রীর বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে বলেন, ‘যাবতীয় উন্নয়ন শুধু আসানসোলেই। জেলার অন্যত্র নজর দিচ্ছেন না মন্ত্রী মলয় ঘটক।‘


আরও পড়ুন: বিয়ের আসরে চার হাত এক না হয়েও বেঁচে থাকল প্রেমিক-প্রেমিকার ভালোবাসা!


একই সঙ্গে শিবদাসনের অভিযোগ, মন্ত্রী মলয় ঘটকের নিজের এলাকাতেই বেশি ভোট পেয়েছে বিজেপি। এত উন্নয়ন সত্ত্বেও ভোটের  ফল হতাশজনক কেন তা নিয়েও প্রশ্ন তুলেছে পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি।