জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) এক ডাকে সকলে চেনেন। তাঁর 'সোশ্যাল মিডিয়া প্রেজেন্স' ও জনপ্রিয়তা প্রশ্নাতীত। রাজনৈতিক মতাদর্শে বিপক্ষকে বিঁধতে তিনি একেবারে ওস্তাদ। হাস্যরসকে হাতিয়ার করে সিপিএম-বিজেপি-কে বিদ্রুপ করতে তিনি এক পা এগিয়েই থাকেন। ফেসবুক মাতিয়ে দেওয়ার মন্ত্র দেবাংশুর খুব ভালো ভাবেই জানা আছে। রবিবার দেবাংশু ফের একবার টার্গেট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Chandrayaan-3: তপসিলি উপজাতি সম্প্রদায়ের দরিদ্র চাষি পরিবারের ছেলে আজ চন্দ্রযানে...


দেবাংশু লিখলেন, 'নরেন্দ্র মোদী দেশ-বিদেশ এত ঘুরে বেড়াতে ভালোবাসেন.. চন্দ্রযানে একবার ট্রাই নিলে চাঁদটাও ঘুরে আসতে পারতেন। আপনি ফিরে এলে আমরা জিজ্ঞেস করতাম, পৃথিবী থেকে তো দেখা যায়না; চাঁদ থেকে কী আচ্ছে দিন দেখতে পেলেন?' মোদীর বিদেশ সফর ও 'আচ্ছে দিন' নিয়েই, একেবারে সরস মন্তব্যে দেবাংশু ধুয়ে দিলেন। সম্প্রতি দু'দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে ছিলেন মোদী। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজ্যয়ঁ দ্য'নর (légion d'honneur) -এ মোদীকে ভূষিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী। এলিসি প্যালেসে নরেন্দ্র মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। এর আগে মোট ১৩টি দেশ থেকে সেখানকার সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদী।