নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তর ২৪পরগনার আমডাঙা এলাকায় রাজনৈতিক খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। এলাকার তৃণমূল নেতাকে কূপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে, রবিবার রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন গ্রামে। মৃত তৃণমূল নেতার নাম মহম্মদ সরিফুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, তাঁর দাদা মহম্মদ গিয়াসউদ্দিন ওই গ্রামপঞ্চায়েতের পূর্বতন বোর্ড সদস্য। এবার ওই আসনটি মহিলা আসন বলে ঘোষিত হয়েছে। ফলে টিকিট না মেলায় নির্দল প্রার্থী হিসাবে আমডাঙার বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। অভিযোগ, নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ায় পর থেকে নতুন করে শুরু হয় দুষ্কৃতী তাণ্ডব। বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডবে অনেক পুরুষই গ্রাম ছেড়ে পালায়। একই ভাবে রবিবার সকালে গ্রাম ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন গিয়াসউদ্দিনের ভাই সরিফুল। সন্ধেয় বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের নজরে পড়ে যান তিনি। গিয়াসউদ্দিনের ভাই সরিফুলের গলার নলি কেটে কূপিয়ে খুন করা হয়।


ঘটনায় তদন্তে নেমেছে পুলিস। গ্রামে টহল দিচ্ছে পুলিস বাহিনী।তবে গ্রামে এখনও চাপা উত্তেজনা রয়েছে।


আরও পড়ুন-সুষ্ঠু পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষেই সওয়াল কমিশনের