নিজস্ব প্রতিবেদন: ছুরি দিয়ে কুপিয়ে বোমা মেরে খুন তৃণমূল নেতাকে । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুরের বেলিয়াড়া গ্রামে। মৃতের নাম শেখ বাবর আলি। তিনি এলাকার প্রাক্তন প্রধান।  
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলিয়াড়া গ্রামেই বাড়ি উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান প্রধানের। এলাকার দখল কার হাতে থাকবে, তা নিয়ে দুপক্ষের মধ্যে নরমে গরমে লড়াই ছিল।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, শনিবার রাতে একদল দুষ্কৃতী চড়াও হয় গ্রামে তৃনমূলের দলীয় কার্যালয়ে।  ব্যাপক বোমাবাজি করা হয় এলাকায়। এরপর তৃনমূলের দলীয় কার্যালয়ের অদূরে তৃনমূলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ তাঁর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি হয়। 

বাবর আলি পাশে হাজি সাহেবের বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, দুষ্কৃতীরা হাজি সাহেবের বাড়ির দরজা ভেঙে ঢুকে শেখ বাবর আলিকে বোমা মেরে ও ছুরি দিয়ে কুপিয়ে খুন করে।  এরপর রাতভর এলাকায় বোমাবাজি হয়।

আরও পড়ুন: ৫ অগাস্ট লকডাউন করে বাংলার মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলল সরকার: দিলীপ ঘোষ

  খবর পেয়ে রাতেই পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।  এলাকায় উত্তেজনা রয়েছে । গোটা গ্রাম ঘিরে রয়েছে পুলিস। সকাল থেকে এলাকায় চলছে টহলদারি। এখনও পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে।


এপ্রসঙ্গে দলীয় নেতা শ্যামল সাঁতরা বলেন, "বিষয়টি শুনেছি। কয়েকজনকে ইতিমধ্যে পুলিস ধরেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীরা শাস্তি পাবে।"