নিজস্ব প্রতিবেদন:  লকডাউনের মধ্যেই বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল নেতার। শনিবার ঘটনাটি ঘটেছে কুলতলির মনিরতট এলাকায়। মৃতের নাম শাজাহান মোল্লা (৩৩)।
লকডাউনের মধ্যেই বারবার তৃণমূলের গোষ্ঠীর অভিযোগ উঠে আসছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা থেকে। গত দুতিন ধরেই উত্তপ্ত ছিল ক্যানিং, বাসন্তী। এবার কুলতলিতে এক তৃণমূল নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।


আমরা শুধু রোগটা নিয়েই ভাবছি, লকডাউন নিয়ে কেন্দ্রের চিঠি প্রসঙ্গে বললেন মমতা
জানা গিয়েছে, শাজাহান মোল্লা নামে ওই ব্যক্তি মনিরতট এলাকায় তৃণমূল কংগ্রেস সভাপতি। শনিবার তিনি বাইকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেসময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিস।
এই ঘটনায় কুলতলি ব্লক সভাপতি গোপাল মাঝি এসইউসিআই-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এলাকায় তৃণমূল শক্তি বাড়াতেই এই হামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।