নিজস্ব প্রতিবেদন : মাল থানার ওসি-র বিরুদ্ধে তৃণমূল ব্লক সম্পাদককে তদন্তের নামে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল। অভিযোগ তুলে থানার সামনেই আমরণ অনশনে বসলেন মাল ব্লক সাধারণ সম্পাদক বাবুয়া প্রসাদ। তাঁকে সমর্থন জানাতে বৃহস্পতিবার সকালে থানা চত্বরে হাজির হন এলাকার অসংখ্য তৃণমূল কংগ্রেস সমর্থক। মাল থানার ওসির বিরুদ্ধে তদন্তের দাবিতে মিছিলও করেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ডুয়ার্স থেকে উদ্ধার ৮ তক্ষক, গ্রেফতার দুই পাচারকারী


প্রসঙ্গত, বিজয় দশমীর দিন থেকে নিখোঁজ হয়ে যান চিকিত্সারত ডামডিমের বাসিন্দা আলিমান আনসারি। ঘটনার পরই তাঁর মৃতদেহটি ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় মাল মহকুমা হাসপাতালের একটি ঘর থেকে। তাঁর কীভাবে মৃত্যু হয়েছে জানতে ১৬ই নভেম্বর আলিমান আনসারির পরিবারের সদস্যরা মহকুমা শাসকের দফতরের সামনে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।


বাবুয়া প্রসাদের দাবি, সেই সময় দলের এক নেতা তাঁকে নির্দেশ দেন আলিমানের পরিবারকে বুঝিয়ে সেখান থেকে অবরোধ তুলে দেওয়ার জন্য। কিন্তু, তিনি ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা করেও অবরোধ সরাতে পারেননি বলে জানান বাবুয়া প্রসাদ। বাধ্য হয়েই সেখান থেকে চলে যান তিনি। বাবুয়া প্রসাদের অভিযোগ, পরের দিন তিনি টের পান অবরোধকারীদের বিরুদ্ধে যে ধারায় মামলা রুজু করা হয়েছে, সেই একই ধারায় তাঁর বিরুদ্ধেও মামলা করেছেন মাল থানার ওসি। এরপরই ওসি-র বিরুদ্ধে তদন্তের দাবিতে অনশনে বসেন এই তৃণমূল নেতা।