নিজস্ব প্রতিনিধি:  প্রাক্তন বনাম বর্তমান। কালীপুজোর উদ্বোধন ঘিরে কোচবিহারের চ্যাংড়াবান্ধা এলাকায় প্রকাশ্যে দলের গোষ্ঠীর্দ্বন্দ্ব। সাংসদের সামনেই তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে ছুরি মারার অভিযোগ উঠল বর্তমান ব্লক সভাপতি তপন দামের বিরুদ্ধে।


সূত্রের খবর, চ্যাংড়াবান্ধার তেলিপাড়া অঞ্চলে কালীপুজোর উদ্বোধন করতে যান সাংসদ বিজয়চন্দ্র বর্মন। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি লক্ষ্মীকান্ত রায়। অভিযোগ, লক্ষ্মীকান্তকে দেখেই ক্ষীপ্ত হয়ে ওঠেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা। শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে বচসা। সাংসদের গাড়ি থামিয়ে চলতে থাকে বাগবিতণ্ডা। অভিযোগ, আচমকাই লক্ষ্মীকান্তের বুকে ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। পাল্টা হামলা হয় বর্তমান ব্লক সভাপতি তপন দামের ভাইয়ের ওপরেও। সংঘর্ষে আহত হয়েছেন তিনিও। আহত দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।