রাস্তা পেরনো নিয়ে `দাদাগিরি`, বাসচালকের মাথা ফাটালেন তৃণমূল নেতা
অভিযুক্ত তৃণমূল নেতা স্থানীয় কাউন্সিলরের স্বামী।
নিজস্ব প্রতিবেদন : কে রাস্তা আগে পেরোবে? এই নিয়ে 'দাদাগিরি'র অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এক বাসচালকে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অরূপ রায় নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে।
জানা গেছে, বাসটি উদ্ধারণপুর যাচ্ছিল। সেইসময় বোলপুরের চিত্রামোড়ে রাস্তায় ওভারটেক করাকে কেন্দ্র করে ওই বাসচালকের সঙ্গে বচসা বাঁধে স্থানীয় তৃণমূল নেতা অরূপ রায়ের। বোলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেলি রায়ের স্বামী অরূপ রায়। তিনি নিজেও একজন প্রাক্তন কাউন্সিলর।
অভিযোগ, বচসা চলাকালীনই ওই বাসচালক টেনেহিঁচড়ে বাস থেকে নামান অরূপ রায়। তারপরই শুরু হয় বেধড়ক মার। মারের চোটে মাথা ফেটে যায় ওই বাসচালেকর। তাঁকে বাঁচাতে এসে আক্রান্ত হন কনডাক্টরও। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন অরূপ রায়। কাউন্সিলর শেলি রায়ের দাবি, গন্ডগোলের জেরে চালককে মারধর করেছেন স্থানীয়রাই।
আরও পড়ুন, হাটে পরিচিত যুবকের সঙ্গে গল্প, গৃহবধূর উপর মধ্যযুগীয় নির্যাতন মোড়লদের, ভিডিও ভাইরাল
এদিকে এই ঘটনার পরই চিত্রাপুর মোড় থেকে লালপুল পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসচালক ও কনডাক্টররা। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।